গাজীপুর জেলা প্রশাসনে পিছিয়ে পড়াদের তালিকা হচ্ছে

Slider গ্রাম বাংলা জাতীয়

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে উদ্ভুত পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনার মধ্যে দিনমজুর, শ্রমিক, কৃষক, রিক্সা/ভ্যান চালক, পরিবহন শ্রমিক, ভিক্ষুক, প্রতিবন্ধী, পথশিশু, স্বামী পরিত্যাক্তা/বিধবা নারী এবং হিজড়া সম্প্রদায়সহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেন অভুক্ত না থাকে সে কারণে তাদের সাহায্যার্থে অতিরিক্ত তালিকা তৈরি করে তাদের প্রতি বিশেষ নজর রাখা সহ ত্রাণ সহায়তা প্রদানের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব এস. এম. তরিকুল ইসলাম মহোদয় কর্মহীন অসহায় দরিদ্র মানুষের কাছে সরকারি ত্রাণ/সেবা পৌঁছে দেওয়ার জন্য জেলা প্রশাসকের কার্যালয় সহ উপজেলা প্রশাসনের নেতৃত্বে ৫ টি উপজেলাতেই হেল্পলাইন চালু করেছেন। সঠিক তথ্য প্রদান করে প্রশাসনকে সহায়তা করুন।
জেলা প্রশাসকের কার্যালয়ঃ
(সিটি কর্পোরেশনসহ সমগ্র জেলা)
01780081846
02-49273035
সদর উপজেলাঃ
01704042842
02-9204882
কালীগঞ্জ উপজেলাঃ
01987021031
02-9206122
কালিয়াকৈর উপজেলাঃ
01757662332
02-9202008
শ্রীপুর উপজেলাঃ
01686927400
কাপাসিয়া উপজেলাঃ
01783865887
[বিঃদ্রঃ অসত্য তথ্য প্রদান করে বিভ্রান্ত করলে তার দায়-দায়িত্ব তথ্য দাতাকে বহন করতে হবে।]

সূত্র: জেলা প্রশাসকের ফেসবুক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *