শ্রীপুরে তিনটি ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রবেশের সকল রাস্তা বন্ধ !

Slider গ্রাম বাংলা


রাতুল মন্ডল শ্রীপুর: দেশব্যাপী মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে সারাদেশে মত গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলছে স্বেচ্ছায় লকডাউন। মানুষের মাঝে সচেতনতাও বৃদ্ধি পেয়েছে। নগরী, মফস্বল থেকে শুরু করে বিভিন্ন পাড়া-মহল্লার বাসিন্দারা স্ব-উদ্যোগে নিজেদের এলাকা লকডাউন করতে শুরু করেছেন। এসব এলাকা থেকে কাউকে বেরুতে এবং ঢুকতে দেয়া হচ্ছে না। কোনো কোনো এলাকায় গেট না থাকায় নিজেরাই বাঁশ-লাকড়ি দিয়ে পথ রোধ করে লকডাউন নিশ্চিত করছেন।

(০৭ এপ্রিল মঙ্গলবার) গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার, কাওরাইদ ইউনিয়নের যোগিরসিট, গলদাপাড়া, জাহাঙ্গীরপুর, হয়দেবপুর, গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের প্রবেশের সবগুলো সড়ক বন্ধ করে দিয়েছে স্থানীরা।

সচেতন সমাজ এটাকে ইতিবাচক হিসাবেই দেখছে। একই পদ্ধতিতে শ্রীপুর উপজেলার বিভিন্ন জায়গায় লকডাউন করছে এলাকাবাসী। অনেকের অভিমত সরকারের পাশাপাশি প্রতিটি এলাকার যুব সমাজ এভাবে এগিয়ে আসলে করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *