শ্রীপুরে কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিলেন এমপি টুসি

Slider গ্রাম বাংলা

রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে ঘরে থাকা এগারশত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছেন শ্রীপুরে সাবেক এমপি মরহুম অ্যাডভোকেট রহমত আলীর কন্যা সংরক্ষিত মহিলা আসনের এমপি অধ্যাপিকা রুমানা আলী টুসি।

সোমবার (০৬ এপ্রিল) উপজেলার মাওনা ইউনিয়ন ও গোসিংগা ইউনিয়নে বেলা ১২টা থেকে কর্মহীন ওইসব পরিবারের মধ্যে করোনা ভাইরাস সচেতনতার প্রচারপত্রসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা। শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ফুলানিসীটসহ কয়েকটি গ্রামের মোট ৯০০ জন ও গোসিংগা ইউনিয়নের দুইশত জন মোট এগার শত জন কর্মহীন পরিবারের মাঝে ৭ দিনের খাদ্য সামগ্রীগুলো পৌঁছে দেওয়া হয়েছে।

তৃণমূল জনপ্রতিনিধি, গ্রাম কমিটি ও স্থানীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে কর্মহীন মানুষের ঘরে ঘরে এমপি অধ্যাপিকা রুমানা আলী টুসির নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রনি, সামসুল হক মেম্বার, মনির হোসেন, সহ-সম্পাদক উপজেলা যুবলীগ, মাওনা ইউনিয়ন যুবলীগ যুগ্ম সম্পাদক শফিক আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *