১৪ই এপ্রিল পর্যন্ত গার্মেন্টস বন্ধ

Slider জাতীয় বাংলার মুখোমুখি


করোনা ভাইরাসের কারণে আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুকারকের সংগঠন বিজিএমএইএ’র সদস্যভুক্ত কারখানাগুলো বন্ধ রাখতে মালিকদের অনুরোধ জানানো হয়েছে। সরকারের সাধারণ ছুটির সঙ্গে সম্বনয় করে এই বন্ধের সিদ্ধান্ত নেয়া হলো। সোমবার সব কারখানার মালিকদের কাছে এ ব্যাপারে একটি চিঠি পাঠানো হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত গার্মেন্টস কারখানা বন্ধ রাখতে বিজিএমইএর অনুরোধ অব্যাহত রয়েছে। একইসঙ্গে বিজিএমই-এর সব সদস্য প্রতিষ্ঠানকে যত দ্রুত সম্ভব শ্রমিকদের মার্চের মজুরিও দেয়ার কথা বলা হয়েছে। এ বিষয়ে বিজিএমইএর সদস্যদেরকে সহায়তার জন্য সংগঠনটির দফতরে একটি সেল খোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *