দীর্ঘ লাশের মিছিল, ৬০ হাজার ছাড়িয়ে মৃতের সংখ্যা, আক্রান্ত ১১ লাখ ৩০ হাজারেরও বেশি

Slider জাতীয় সারাদেশ


নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লাশের মিছিল যেন দীর্ঘই হচ্ছে। সারাবিশ্বে প্রাণঘাতি এ ভাইরাসে মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটার্স জানিয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৬০ হাজার ১৪৭জন মানুষ।
শনিবার বিকাল সাড়ে ৪টায় ওয়ার্ল্ডওমিটার্স ওয়েবসাইটে দেখা যায়, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২ লাখ ৭৭ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৬১ জন মৃত্যুবরণ করেছেন। আর স্পেনে গত ২৪ ঘণ্টা ৫ হাজার ৫৩৭জন মানুষ মৃত্যুবরণ করেছেন।
গত ডিসেম্বরের শেষের দিকে চীনের উহান থেকে শুরু হলেও ভাইরাসটি রীতিমত কাঁপন ধরায় ইতালিতে। এরপর ক্রমাগতভাবে স্পেন হয়ে বর্তমানে সবচেয়ে বেশি আঘাত হানছে যুক্তরাষ্ট্রে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *