শ্রীপুরে কৃষক পরিবারের জমি দখলের ঘটনায় থানায় মামলা

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি গ্রাম বাংলা ঢাকা সামাজিক যোগাযোগ সঙ্গী

 

 

 

 

th

 

 
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক কৃষক পরিবারের জমি দখলের ঘটনায় ৪ ভূমিদুস্যদের বিরুদ্ধে থানায় মালমা হয়েছে।
গত সোমবার রাতে পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের মৃত সামসুদ্দিন বেপারীর ছেলে কৃষক হারুন অর রশীদ বাদী হয়ে ৪ ভূমিদুস্যদের বিরুদ্ধে থানায় মামলা (৩০/১৬২) দায়ের করেন। তার হলো, একই এলাকার মৃত আমির উদ্দিন বেপারীর ছেলে আফতাব উদ্দিন বেপারী (৫০), আফির উদ্দিন বেপারী (৫৫) লতিফ উদ্দিন বেপারী (৫৮), এমদাদুল বেপারী (৫২)।
মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ কৃষক হারুন অর রশীদের কেওয়া মৌজাস্থিত এসএ ৮৭৯,৮৮০ নং দাগের ৮২ শতাংশ জমি দখল করে নেওয়ার জন্য আফতাব উদ্দিন বেপারী বিভিন্ন হুমকি দিয়ে আসছে। গত সোমবার সকালে কৃষক হারুন তার জমিতে ঘর করার জন্য নির্মান সামগ্রী নিয়ে জমিতে রাখতেই ভূমিদুস্য আফতাব বেপারী নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রস্বস্ত্র নিয়ে কৃষক পরিবারে ওপর হামলা চালায়। এ সময় কৃষক হারুনকে পিটিয়ে তারা বাম পা বেঙে দেয়।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হক জানান, মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। খুব দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *