সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশি মারা গেছেন মঙ্গলবার। তার নাম মোহাম্মদ হাসান (২৮)। তিনি লোহাগড়া উপজেলার বড়োহাটিয়া ইউনিয়নের চকফারানি দুরোবেরপাড়ার লিয়াকত আলীর ছেলে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা ইউএনবি। এতে আরো বলা হয়, মৃত হাসানের ছোটভাই হেলাল উদ্দিন বলেছেন, মদিনা তৈয়বা মার্কেটে কাজ করতেন হাসান। ৬ দিন আগে তার জ¦র ও ঠান্ডা লাগে। তারপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। হেলাল বলেছেন, তাদের এক কাজিন ফোন করে হাসানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।