শামীমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

জাতীয় ঢাকা নারী ও শিশু শিক্ষা সারাদেশ

47617_anamul
আবু বকর সিদ্দিক নাঈম
জাবি করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
সাভার:  আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার দুপুর ১টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে ছাত্রলীগের নেতাকর্মীরা এ ব্যস্ততম মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে সড়কের উভয়পাশে ব্যাপক যা জটের সৃষ্টি হয়। পরে দুপুর ২টার দিকে তারা অবরোধ তুলে নেয়।

এ ব্যাপারে জাবি শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম সাঈফ বলেন, এনামুল হকের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবিতে আমরা মহাসড়ক অবরোধ করেছি।
ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম ধানম-িতে তার বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন।

বৃহস্পতিবার সকালে অজ্ঞাত দুবৃর্ত্তরা তাকে গুলি করে।

গুরুতর আহত অবস্থায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধানমন্ডি থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, গুনিবিদ্ধ এনামুল ধানমন্ডির ১০/এ এর ৪৬নং বাড়িতে বসবাস করতেন। সকালে তিনি বাসা থেকে বেরিয়ে ৯/এ পৌছালে কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায়। জড়িতদের খুঁজে বের করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *