নাশকতা যতই হোক, রেল যথা নিয়মেই চলবে : রেলমন্ত্রী

Slider টপ নিউজ

 

image_173958.mojibul haq (2)

রেলপথমন্ত্রী মজিবুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যত রকম রেলওয়ে নাশকতা ঘটাক না কেন রেল যথা নিয়মেই চলবে। আমাদের ৩৩৪টি ট্রেন আছে সবগুলো চলাচল করছে এবং নিয়মিত চালিয়ে যাবো। নাশকতারোধে আনসার বিডিবি, আরএমজি, জিআরপি রেলওয়ে নিরাপত্তা কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। আজ রবিবার দুপুরে রেল ভবনে রেল কর্তৃপক্ষ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।
রেলমন্ত্রী মজিবুল হক বলেন, বিএনপি চেয়ারপারসনের উসকানিতে যত রকম নাশকতামূলক ঘটনা ঘটাক না কেন যাত্রীদের নিরাপত্তা ও রেল যোগাযোগ স্বাভাবিক রাখা হবে। রেল সম্পদ রক্ষার্থে ৪০টি জেলায় ৫৮০টি ঝুঁকিপূর্ণ স্থানে আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি জিআরপি, আরএমজি ও আনসারের সমন্বয়ে টিম গঠন করা হবে। এই টিমের নেতৃত্ব দেবে রেলওয়ে নিরাপত্তা কর্তৃপক্ষ। যার মাধ্যমে রেলওয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
রেলসচিব মনসুর আল সরদার, রেল মহাপরিচালক মো. আমজাদ হোসেনসহ আনসার বিডিবি মহাপরিচালক, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *