আমরা হাল ছেড়ে দিতে পারি না: মেসি

Slider খেলা

092740_bangladesh_pratidin_messi_bdp

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আছে গতবারের রানারআপ আর্জেন্টিনা। শেষ ষোলোয় যেতে তাদের অবশ্যই নাইজেরিয়াকে হারাতে হবে।

অবশ্য এ জিতটাই সব নয়, ক্রোয়েশিয়ার বিপক্ষেও ভালো করতে হবে আইসল্যান্ডকে। তবে এখনই আশা ছেড়ে দিচ্ছেন না লিওনেল মেসি।
আইসল্যান্ডের বিপক্ষে ড্র, ক্রোয়েশিয়ার কাছে তিন গোল খাওয়ার পর মেসির অবসরের গুঞ্জন উঠেছিল। রবিবার অনুশীলনে এসে সেই গুঞ্জনে পানি ঢেলেছেন তিনি। মেসি বলেছেন, বিশ্বকাপ জেতাটা আর্জেন্টিনার জন্য অনেক কিছু- আমার জন্যও। সবসময় বিশ্বকাপ হাতে নিয়ে উঁচিয়ে ধরার স্বপ্নটা ছিল। সেই মুহূর্তের কথা ভাবলেই শরীর-মন রোমাঞ্চিত হয়। আমি লাখো লাখো আর্জেন্টিনাকে গর্বিত করব। আমরা হাল ছেড়ে দিতে পারি না।

আমি বড় বড় সব টুর্নামেন্ট জিতেছি। দেশকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার আগে আমি অবসর নিতে চাই না।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়াকে হারাতে না পারলে মেসিকে অপেক্ষায় থাকতে হবে ২০২২ সালের বিশ্বকাপ পর্যন্ত। তখন মেসির বয়স হবে ৩৪। সূত্র: দ্য সান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *