শ্রীপুরে রাতে ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিলেন ইউএনও !

Slider গ্রাম বাংলা জাতীয়

রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুরে করোনা পরিস্থিতিতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
গত শনিবার রাতে উপজেলা নিবার্হী অফিসার শেখ শামসুল আরেফিন নিজে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামে বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। এসময় হঠাৎ রাতে খাবার সামগ্রী পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠে প্রতিবন্ধি ছেলের মা রহিমা নেছা। এর মাধ্যমে উপজেলাটিতে ঘরে ঘরে খাদ্য সামগ্রী কার্যক্রম শুরু হয়েছে। এসময় তাঁর সাথে ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা নাসরিন।

ইউএনও শেখ শামসুল আরেফিন বলেন, এক একটি মুখ এক একটি দুঃখ গাঁথা। কেউ অনেক বৃদ্ধ, কারো স্বামী প্যারালাইজড, এক বৃদ্ধা মার অসহায় প্যারালাইজড ছেলে, কোন মা’র দিনমুজুর সন্তান ছাড়া আর কেউ নাই। কোন স্ত্রীর অসহায় দিনমুজুর স্বামী, সবাই সরকারের নির্দেশে করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধজনিত কারণে কর্মহীন অবস্থায় গৃহে অবস্থান করছে। এ সামন্য অনুদানটুকু পেয়ে তাদের যে খুশি, যে কৃতজ্ঞতা এক পৃথিবীর বিনিময়েও এ সুখ কোথাও পাওয়া যাবে না। সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে, এতে হতদরিদ্রর কিছু মানুষ সমস্যায় পড়েছেন। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের পাশে থাকার। আমাদের সর্বোচ্ছ চেষ্টা থাকবে, কোনো মানুষ যাতে কষ্টে না থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *