গাজীপুরে পুলিশ ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজীর অভিযোগে আটক-৩

Slider গ্রাম বাংলা জাতীয়

গাজীপুর: করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে বন্ধ করা দোকানপাট থেকে বিভিন্ন অজুহাতে কখনো পুলিশ কখনো সাংবাদিক আবার কখনোবা যৌথ অভিযানের কথা বলে চাঁদাবাজীর অভিযোগে জয়দেবপুর থাান পুলিশ ৩জনকে আটক করেছে। তাদের দখল থেকে পুলিশ বাংলাদেশ পুলিশের ব্যবহৃতে পোষাক সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

আজ শুক্রবার জয়দেবপুর থানা পুলিশের ফেইসবুক পেজে বলা হয়, করোনা ভাইরাস (কভিড-১৯) এর সংক্রমণ ও বিস্তার রোধ কল্পে ঔষধ,কাঁচাবাজার ও খাদ্যদ্রব্যের দোকান ব্যতীত অন্যান্য দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্তকে পুঁজি করে কতিপয় দুষ্কৃতিকারী নিজেদের পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে ভয়-ভীতি দেখিয়ে স্থানীয় হাট-বাজারে চাঁদাবাজি করছে এমন সংবাদের প্রেক্ষিতে জয়দেবপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে আসামি ১. মোঃ কাইয়ুম(৪২),পিতা আবুল কাশেম, সাং বাদেরা, থানা- তারাইল, জেলা কিশোরগঞ্জ, ২. মনির (২৭) পিতা আব্দুর রাজ্জাক গ্রাম লালবাগ কেল্লা পার্ক, লালবাগ, ডিএমপি ঢাকা, ৩. রবীন বিশ্বাস(৩৫) পিতা- অমল @ লালচাঁদ বিশ্বাস, সাং-রাজারহার চাটসি, থানা- গৌরনদী, বরিশাল সর্ব বর্তমানে মনিপুর খাস পাড়া, থানা জয়দেবপুর, জেলা গাজীপুরদের অদ্য ২৭/০৩/২০২০ তারিখ দুপুর ১২.০০ ঘটিকায় গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত হইতে দুই সেট পুলিশ ইউনিফর্ম, একটি মোবাইল ফোন এবং চাঁদাবাজি লব্ধ নগদ ২০০০০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *