মানুষকে ঘরে রাখতে কাজ করছে পুলিশ

Slider গ্রাম বাংলা জাতীয়

রাতুল মন্ডল শ্রীপুর: দুর্যোগ উপেক্ষা করে জনসাধারণকে নিরাপদে ঘরে রাখতে রাতদিন কাজ করছে গাজীপুর জেলা পুলিশ।

দেখাযায় যত দুর্যোগই আসুক ঘরে বসে থাকার উপায় নেই; বরং দেশের যেকোনো জরুরি পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সার্বিক তৎপরতা বেড়ে যায় কয়েকগুণ। স্থান-কাল ভেদে সংকট ভিন্ন হলেও প্রায় সবক্ষেত্রেই মাঠপর্যায়ে নিজেদের সংশ্লিষ্টতা নিশ্চিত করতে হয় তাদের।

বিশ্বজুড়ে মহামারী রূপ নেওয়া করোনা ভাইরাস এখন বাংলাদেশেও মূর্তিমান আতঙ্কের নাম। সংশ্লিষ্টদের মতে, বর্তমানে ‘করোনা স্প্রেডিং’ সময়ে রয়েছে বাংলাদেশ। এ অবস্থায় নিজেদের নিয়মিত কাজের পাশপাশি করোনা প্রতিরোধে সরকার নির্ধারিত নানা দায়িত্ব পালন করে যাচ্ছে গাজীপুর জেলা পুলিশ।

মাঠপর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, করোনার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিসহ যেকোনো জনসমাগম রোধ করতে সার্বক্ষণিক কাজ করছেন পুলিশ সদস্যরা। চিহ্নিত বিদেশফেরতদের হোম কোয়ারেন্টিন (ঘরে থাকা) নিশ্চিত করতে প্রত্যন্ত এলাকায় ছুটে যাচ্ছেন। যেকোনো সামাজিক অনুষ্ঠান বন্ধ করতেও হস্তক্ষেপ করছেন তারা।

সন্দেহভাজন ঝুঁকিপূর্ণ কোনো এলাকায় যানবাহন বা জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণসহ সার্বিক নজরদারিতে রাখা হচ্ছে। এর বাইরে করোনা সংকটকে পুঁজি করে অনিয়ন্ত্রিত বাজারের লাগাম টেনে ধরার চেষ্টাও করে চলেছেন এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই।

২৬ মার্চ দুপুরে শ্রীপুর উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে জনসাধারণেকে তাদের নিজ নিজ ঘরে থাকার জন্য কাজ করছেন শ্রীপুর থানা পুলিশের একাধিক টিম।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান,দেশের করোনা পরিস্থিতিতে জনসাধারণের নিরাপত্তার কথা ভেবে জনসাধারণেকে বুঝিয়ে তাদের ঘরে থাকার কাজ করছে। পাশাপাশি বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর বাজার নিয়ন্ত্রণে কাজ করছে।

গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আল মামুন বলেন, করোনায় সংকটের প্রথম দিন থেকেই প্রতিটি সদস্যকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে। যত রোগ-বালাই কিংবা দুর্যোগই হোক, আমরা কখনও পিছপা হই না। বরং সামনে এগিয়ে যাই। আমাদের ধর্ম ও মূল লক্ষ্য মানুষের সেবা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *