রিয়াদে আরটিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

সারাবিশ্ব

rtv birthday

আমীন মোহাম্মদ কান্ট্রি করেসপন্ডেন্ট

রিয়াদঃ বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভির ৯ম প্রতিষ্ঠা সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি কমিউনিটে সেন্টারে উদযাপিত হয়েছে।

সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও আরটিভির সৌদি আরব ব্যুরো চীফ আবুল বশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মহঃ শহীদুল ইসলাম।

মামুনুর রশিদ এবং জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপ মিশন প্রধান মোহাম্মদ আইয়ুব, কাউন্সিলর (শ্রম) সারওয়ার আলম, কাউন্সিলর (পলিট্রিক্যাল) মোশারফ হোসেন, কাউন্সিলর (পাসপোর্ট) খায়রুল আলম,কাউন্সিলর (অর্থনৈতিক) ডঃ আবুল হাসান, প্রথম সচিব (শ্রম) নূর মোহাম্মদ, দ্বিতীয় সচিব (শ্রম) মোঃ মিজানুর রহমান, সোনালী ব্যাংক সৌদিআরব শাখার এজিএম আব্দুল ওয়াহাব, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, রিয়াদ আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি গোলাম মহিউদ্দিন, আওয়ামী পরিষদ সভাপতি  এম আর মাহবুব,  বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের সাবেক চেয়ারম্যান ফিরোজ খান,বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস চেয়ারম্যান  কৃষিবিদ শামিম আবেদিন, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমীন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম অপূর্ব, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন, যুবলীগ সভাপতি আব্দুল জলিল, যুবলীগ সাধাওরন সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখে। সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন সৌদি আরব সাংবাদিক ফোরামের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল হালিম নিহন।

অনুষ্ঠানে বক্তারা আরটিভির দশমবর্ষে পদার্পন উপলক্ষ্যে চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন পাশাপাশি তারা নিজেদের কিছু চাহিদার কথা জানান এবং আরটিভিতে প্রচারিত সীমানা পেরিয়ে অনুষ্ঠানটির পূনঃপ্রচারের জোর দাবী জানান।

 

আরটিভির জন্মদিনের কেক কাটেন আরটিভির ক্ষুদে সাংবাদিক সিয়াম মাহমুদ নিলয় এবং সৌদিআরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শহিদুল ইসলাম।

 

অনুষ্ঠানির সার্বিক সহযোগিতায় ছিলো সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম (প্রসাফ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *