সিলেটে হোম কোয়ারেন্টিন থেকে দুইদিনে ছাড়া পেলেন ২২২ জন

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা সিলেট

সিলেট প্রতিনিধি :: করোনা ভাইরাসে বিশ্বব্যাপি সতর্কতার অংশ হিসেবে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে হোম কোয়ারেন্টিন এর ব্যবস্থা করা হয়েছে। হোম কোয়ারেন্টিন বিদেশফেরত ও সন্দেহভাজনদের ১৪ দিন বাধ্যতামূলক থাকার ব্যবস্থা করা হয়। সিলেটের হোম কোয়ারেন্টিন থেকে সোমবার ১২১ জন সন্দেহমুক্ত হয়ে ছাড়া পাওয়ার পর আজ মঙ্গলবার (২৪ মার্চ) সন্দেহমুক্ত হয়ে ছাড়া পেয়েছেন আরো ১০১ জন। হোম কোয়ারেন্টিন থেকে সন্দেহমুক্ত হয়ে ছাড়া পাওয়া সবাই বিদেশ ফেরত। হোম কোয়ারেন্টিন থেকে ছাড়া পাওয়াদের মধ্যে সিলেট জেলায় ৪৮ জন, সুনামগঞ্জে ৫৩ জন, হবিগঞ্জে ৫৬ জন এবং মৌলভীবাজারে ৭৬ জন।

সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বিদেশ থেকে দেশে ফেরত আসলে হোম কোয়ারেন্টিনে ১৪ দিন বাধ্যতামূলক থাকতে হয় প্রবাসীদের। এই সময়ে তারা নিজ ঘর থেকে বাহির হতে পারেন না এমন কঠোর নির্দেশনা রয়েছে সরকারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *