খেলনা বেলুন পারতে গিয়ে প্রাণ গেলো স্কুল শিক্ষার্থীর

Slider জাতীয় নারী ও শিশু

রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামে খেলনা বেলুন পারতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে রিয়াজুল (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

(৯ মার্চ সোমবার) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার নগরহাওলা গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্র রিয়াজুল জামালপুর জেলার মেলান্দহ উপজেলার কাজিকাটা গ্রামের মো. মিস্টারের পুত্র। সে নগরহাওলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। রিয়াজুলের বাবা উপজেলার নগরহাওলা গ্রামে জৈনক সিরাজুল হক মাতব্বর এর বাসায় ভাড়ায় থেকে দিনমজুরের কাজ করেন।

নিহত রিয়াজুলের মা রিক্তা আক্তার জানায়, সন্ধ্যার সময় আমার ছেলে গ্যাস বেলুন দিয়ে বাড়ির উঠানে খেলছিলো। খেলার কোন এক সময় তার গ্যাস বেলুনটি বাতাসে উড়ে টিনের চালে চলে যায়। বেলুনটি পারে আনতে লুকুয়ে টিনের চালে পা রাখতেই তাকে বিদ্যুৎ স্পর্শ করে। তিনি আরোও জানান, পরবর্তীতে আমাদের বাসার মালিক পুলিশকে খবর দিলে পুলিশ এসে আমার ছেলের লাশ নামায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রিয়াজুল অসাবধানতাবসত টিনের চালের উপর থেকে গ্যাস বেলুন পারতে গিয়ে বিদ্যুতের সার্ভিস তারে তার শরিরে স্পর্শ লাগে। এতে সে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই আশিস কুমার জানান, বিদ্যুৎ স্পর্শে নিহতের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে টিনের চালের উপর থেকে নিহত লাশ নামাই। পরবর্তীতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্ত ছাড়া নিহত রিয়াজুলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *