চসিক নির্বাচন মনোনয়ন না পেয়ে যুবদলের ৩০০ নেতাকর্মীর পদত্যাগ

Slider চট্টগ্রাম জাতীয় রাজনীতি


চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৪১ ওয়ার্ডের কোনোটিতেই নগর যুবদলের কাউকে কাউন্সিলর পদে মনোনয়ন দেয়া হয়নি। অথচ দলে অবদান নেই এমন অনেককে মনোনয়ন দেয়া হয়েছে। এর ফলে ৩০০ নেতাকর্মী পদত্যাগ করেছেন নগর যুবদলের সাংগঠনিক স¤পাদক মো. এমদাদুল হক বাদশাহ। সোমবার বিকেলে ১৭ নম্বর পশ্চিম বাকলিয়ায় সংবাদ সম্মেলন করে এ পদত্যাগের ঘোষণা দেন তিনি।

এমদাদুল হক বাদশাহ বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ১৭ নম্বর পশ্চিম বাকলিয়ায় কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন দেয়া হয় একেএম আরিফুল ইসলামকে। দলে তার কোনো অবদান নেই। দীর্ঘদিন ধরে আমি রাজনীতি করতে গিয়ে আমার বিরুদ্ধে ৩৯টি মামলা হয়েছে। কয়েকবার জেল খেটেছি।
দুর্দিনে দলের জন্য এতোকিছু করার পরও আমি কাউন্সিলর পদে সমর্থন পাইনি।

এভাবে নগরীর ৪১ ওয়ার্ডে নগর যুবদলের কাউকে এবার মনোনয়ন দেওয়া হয়নি। তাই কোতোয়ালী, বাকলিয়া, চকবাজার থানার ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের ৩০০ নেতাকর্মী নিয়ে দল থেকে পদত্যাগ করছি।

সংবাদ সম্মেলনে পদত্যাগ করা ছাত্রদল ও যুবদলের উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন নগর যুবদলের সহ-সভাপতি মো. নাসির উদ্দিন চৌধুরী, সহ-সাংগঠনিক স¤পাদক মো. কামাল উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ মো. জিয়াউল হক মিন্টু, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক স¤পাদক মো. শেখ কামাল আলম ও সদস্য মো. সাব্বির ইসলাম ফারুক।

এছাড়া চকবাজার থানা ছাত্রদলের প্রচার ও প্রকাশনা স¤পাদক নুর মোহাম্মদ সোহেল, সহ-সভাপতি মো. ফোরকান, যুগ্ম স¤পাদক আমজাদ হোসেন মাসুদ, সাধারণ স¤পাদক মো. সাদ্দামুল হক, সহ-সাধারণ স¤পাদক মো. রায়হান, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের সিনিয়র যুগ্ম স¤পাদক সফিউল বশর সাজু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *