কর্মী সম্মেলনে যোগ দিতে রাতেই ঢাকায় যাবে সিলেটের জমিয়ত নেতৃবৃন্দ

Slider সিলেট


সিলেট প্রতিনিধি :: আগামীকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারী ২০২০) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। কর্মী সম্মেলনকে কেন্দ্র করে সিলেটসহ সারা দেশে জমিয়ত নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘ ১৫ বছর পর মাঠে এরকম বড় ধরণের সম্মেলন করার সুযোগ পাওয়ায় নেতাকর্মীদের মাঝে চাঞ্চল্য ফিরে এসেছে। সম্মেলনে যোগ দিতে সিলেটের বিভিন্ন উপজেলা ও মহানগরের জমিয়ত নেতৃবৃন্দ আজ রাতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী জানান, ২০০৫ সালের এপ্রিলে পল্টনে জাতীয় সম্মেলন হয়েছিল। এরপর এভাবে বড় ধরণের কোন সমাবেশের সুযোগ পাওয়া যায়নি। দীর্ঘ ১৫ বছর পর ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে সুযোগ পাওয়ায় সিলেট বিভাগের নেতাকর্মীরা আনন্দ উৎসাহ নিয়ে ঢাকায় অংশগ্রহণ করবেন। আজ বৃহস্পতিবার রাত ১১টায় হুমায়ূন রশিদ চত্বর থেকে কর্মী সম্মেলনে আমাদের ঢাকা উদ্যেশ্যে যাত্রা করবে। ইতোমধ্যে বিভিন্ন উপজেলা ও মহানগরের দায়িত্বশীলদের কাছে রাত সাড়ে ১০টায় হুমায়ূন রশিদ চত্তরে জমায়েত হওয়ার আহ্বান করা হয়েছে।

কর্মী সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যে সিলেট জেলা জমিয়তের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন। তার সাথে রয়েছেন, সিলেট জেলা ছাত্র জমিয়তের যুগ্ম সম্পাদক ইয়াহইয়া হামিদী, সাবেক জেলার সহ সভাপতি এমাদ উদ্দিন সালিম।

পথিমধ্যে কোন অসুবিধা দেখা দিলে সাথে সাথে সিলেট মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান ও মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ ফখরুজ্জামানের কাছে যোগাযোগ করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *