মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতের সাজা

Slider গ্রাম বাংলা


রাতুল মন্ডল শ্রীপুর:গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনের অপরাধে এক যুককে ৩ মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমডি শামসুল আরেফিন।

(২ ফেব্রুয়ারী রোববার ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়।

সাজাপ্রাপ্ত হলেন- উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামের মো. মালেক মিয়ার ছেলে ফালু মিয়া (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ৮টার দিকে উপজেলার জৈনা বাজারে অভিযান চালিয়ে শ্রীপুর থানা পুলিশ তাকে আটক করে। আটকের পর রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফালু মিয়াকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। সাজা প্রদানের পর তাকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি এমডি শামসুল আরেফিন বলেন, শ্রীপুরকে মাদকমুক্ত করতে উপজেলা প্রশাসন নিরলস কাজ করছে। মাদকসেবী, মাদক ব্যবসায়ী সমান অপরাধী। কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক তাদেরকে সঠিক আইনের মাধ্যমে সাজা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *