মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে করোনাভাইরাসে চীনের বাইরে প্রথম মৃত্যু ফিলিপাইনে

Slider জাতীয় বাংলার মুখোমুখি সারাবিশ্ব


মহামারি রূপ নেয়া করোনাভাইরাসে এবার প্রথমবারের মতো চীনের বাইরে মৃত্যুর খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। চীনের বাইরে ফিলিপাইনে মারা গেছেন ৪৪ বছর বয়সী এক চীনা নাগরিক। তিনি চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ফিলিপাইনে গিয়েছিলেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ফিলিপাইনে যাওয়ার আগেই ওই ব্যক্তি সংক্রমিত হয়েছিলেন। এখন পর্যন্ত বিশ্বজুড়ে এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন কমপক্ষে ১৪০০০ মানুষ। ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগ বলেছে, উহান থেকে রাজধানী ম্যানিলাতে যাওয়ার পর ওই চীনা নাগরিকের মারাত্মক নিউমোনিয়া দেখা দেয়।
তাকে ভর্তি করানো হয় সেখানকার একটি হাসপাতালে। তার সঙ্গে ফিলিপাইনে গিয়েছেন এক চীনা নারী।

তার দেহেও এই ভাইরাসের উপস্থিতি সনাক্ত করা হয়েছে। ফিলিপাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রবীন্দ্র আবিয়াসিঙ্গে বলেন, চীনের বাইরে এই ভাইরাসে মৃত্যু এটাই প্রথম। আক্রান্ত ব্যক্তি করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহান থেকে গিয়েছিলেন ফিলিপাইনে। দেশটি চীন থেকে আগত কোনো বিদেশী পর্যটকের উপস্থিতি অবিলম্বে স্থগিতের ঘোষণা দেয়ার পর পরই ওই ব্যক্তি মারা যান। এ ঘটনা এমন এক সময়ে ঘটলো যখন বিশ্বজুড়ে বিভিন্ন দেশ চীনের সঙ্গে তাদের সীমান্তকে বন্ধ করে দিয়েছে। দ্রুততার সঙ্গে ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে এ ব্যবস্থা নিয়েছেন কর্মকর্তারা। যারা সম্প্রতি চীন সফরে গিয়েছেন এমন বিদেশী সব পর্যটকের জন্য আপাতত দরজা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। একই রকম ব্যবস্থা নিয়েছে নিউজিল্যান্ড, রাশিয়া, জাপান, পাকিস্তান ও ইতালি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *