কামরুন্নেসা উচ্চ বিদ্যালয়ে ইভিএম মেশিন ছিনিয়ে নেয়ার চেষ্টা

Slider জাতীয় টপ নিউজ


ঢাকা:ঢাকা দক্ষিণ সিটির টিকাটুলি কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ইভিএম মেশিন ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে নৌকার সমর্থকরা। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সরজমিন দেখা গেছে, সকাল ১১টার দিকে ওই স্কুলের ৬২১নং কেন্দ্রের ৫নং কক্ষের সহকারী প্রিসাইডিং অফিসার অসীম কুমার সরকারের রুমে প্রবেশ করে নৌকার ব্যাচধারী একদল যুবক। এসময় তারা ইভিএম মেশিন ও ল্যাপটপ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরিস্থিতি উত্তেজনাকর হয়ে উঠলে ঘটনাস্থলে পুলিশ এসে হাজির হয়। পরে নৌকার ব্যাচধারী যুবকরা সরে যায়। ওই স্কুলে ৪টি ভোটকেন্দ্রের দুটি কক্ষে বিএনপির এজেন্ট পাওয়া গেছে।

প্রিসাইডিং অফিসার শাহজাহান কবির জানান, বেলা সাড়ে ১১টা পর্যন্ত ১০ শতাংশ ভোট পড়েছে।
এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মঈনুল হোসেন মঞ্জুর সমর্থকরা অভিযোগ করেছেন, তাদের সব এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *