ঢাকা: ক্রসফায়ারের হুমকি দিয়ে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাত সদস্যকে বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্তকৃতদের মধ্যে একজন উপপরিদর্শক (এসআই), একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং পাঁচজন কনস্টেবল রয়েছেন বলে জানান ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. মারুফ হোসেন সরদার।
ডিবি সূত্রে জানা গেছে, বুধবার কেরানীগঞ্জ থেকে এক ব্যবসায়ীকে আটক করেন তারা। পরে তার মুক্তির জন্য পরিবারের কাছে সাড়ে ৪ লাখ টাকা দাবি করা হয়। টাকা দেয়ার পর মুক্তি পান ওই ব্যবসায়ী।
এ বিষয়ে বৃহস্পতিবার এসপি কার্যালয়ে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী। সূত্র : ইউএনবি।