ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের কারণে আগামী শুক্র ও শনিবার বন্ধ থাকবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।
বুধবার মেলার সদস্য সচিব আব্দুর রউফ সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দুই সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুক্র ও শনিবার- এই দুইদিন বন্ধ রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ে মঙ্গলবার চিঠি দেয় নির্বাচন কমিশন।
ওইদিনই আব্দুর রউফ জানান, বাণিজ্য মেলার স্টল মালিক ও ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মেলার সময় চারদিন বাড়ানো হয়েছে। মেলা চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।