আজ সকাল পর্যন্ত ইজতেমায় ৮ জন মারা গেছেন

Slider জাতীয় সারাদেশ

আলী আজগর পিরু, টঙ্গী: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা আরও ৪ জনের মৃত্যু হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত থেকে আজ সকাল পর্যন্ত এই ৪ জন মারা যান। এই নিয়ে আজ সকাল পর্যন্ত মোট ৮ জন মারা গেলেন।

সর্বশেষ মারা যাওয়া ব্যাক্তিরা হলেন, কুমিল্লার দেবিদ্বার থানার ডিমলা এলাকার তমিজ উদ্দিন (৬৫), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার বড়তোলা এলাকার মো. শাহজাহান (৬০), বরিশালের গৌরনদী থানার খালিজপুর এলাকার আলী আজগর (৭০) ও নারয়ণগঞ্জের বন্দর থানার দক্ষিণ কলাবাগান এলাকার মো. ইউসুফ আলী মেম্বার (৪৫)। এই নিয়ে ইজতেমায় আসা ৮ জন মারা গেলেন।

পুলিশ কর্মকর্তা মনজুর বলেন, অসুস্থতাসহ বিভিন্ন কারণে তারা মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শীতের ভোরে শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যদিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে ৫৫তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এই বিশ্ব সম্মিলনের প্রথম পর্ব রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। ১৭-১৯শে জানুয়ারি হবে দ্বিতীয় পর্ব।

এবার প্রথম পর্বের ইজতেমায় অংশ নিচ্ছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা অংশ নেবেন দ্বিতীয় পর্বে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *