টঙ্গী বিশ্ব ইজতেমা কাল শুক্রবার থেকে শুরু

Slider জাতীয় সারাদেশ


মো:আলীআজগর পিরু:,ঙ্গীর: তুরাগ নদীর পূর্ব তীরে তাবলীগ জামাতের ৫৫তম বিশ্ব ইজতেমা কাল শুক্রবার থেকে শুরু হবে।পবিত্র হজ্বের পর মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশে এই বিশ্ব ইজতেমা।প্রতিবছরের মত এবার ও দেশ বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমায় অংশ নিয়েছেন।

বিশ্বইজতেমা শুরু হবে প্রথম পর্ব শুক্রবার ১০ই জানুয়ারি,তিন দিন শুক্র,শনি,রবিবার।দ্বিতীয় পর্ব শুরু হবে ১৭ই জানুয়ারি।দু’পর্বেই পৃথকভাবে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত।ইজতেমার প্রথম পর্বের ১২ই জানুয়ারি রবিবার হবে আখেরি মোনাজাত।দ্বিতীয় পর্ব ১৯ই জানুয়ারি অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। বিশ্বইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে রবিবার। এবারের প্রথম ও দ্বিতীয় পর্বের ইজতেমায় ৬৪টি জেলার মুসল্লিগণ অংশ নিচ্ছেন।ইজতেমায় মুসল্লিদের সুবিধার জন্য ইজতেমা ময়দান ৯২টি খিত্তায় ভাগ করা হয়েছে।মুসল্লি বেশি হলে তাদের জন্য আরও পাচটি খিত্তা রিজার্ভ রাখা হয়েছে।প্রথম পর্বে মাওলানা জুবায়ের পন্থি সুসল্লিরা এবং দ্বিতীয় পর্বে মাওলানা সাদ পন্থিরা অংশ নেবেন। ইজতেমার শুরুর দিনই অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার নামাজ। জুমার নামাজে দেশী বিদেশী মুসলমানদের সঙ্গে আশপাশের অগনিত ধর্মপ্রাণ মুসল্লিরা শরিক হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *