গুগল ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস

জাতীয়

bangladesh-national-day-2015-6035725766098944-hp

২৬শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাংলাদেশের মানুষের পাশাপাশি গুগলও দিবসটি উদযাপন করছে। দিবসটি উদযাপনে একটি বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল। গুগলের হোমপেজে গেলে (https://www.google.com.bd/webhp?hl=bn&gws_rd=ssl) আজ গুগলের এই ডুডলটি চোখে পড়বে। লাল সবুজের ডুডলটিতে গুগল লেখাটিকে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের পতাকার আদলে। ইংরেজিতে লেখা গুগলের ‘ও’ অক্ষরটিকে লাল রঙে বৃত্ত হিসেবে দেখানো হয়েছে যার মধ্যে রয়েছে বাঘ (রয়্যাল বেঙ্গল টাইগার)।
এই ডুডলটির ওপর ক্লিক করলে গুগল সার্চ পেজে নিয়ে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস সম্পর্কিত সংবাদ ও আর্টিকেলের বিভিন্ন লিংকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *