কালীগঞ্জে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Slider গ্রাম বাংলা

Exif_JPEG_420

মো: সাজ্জাত হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকারের ঘোষিত মুজিববর্ষ উদযাপন করার লক্ষ্যে গতকাল বুধবার দুপুরে কালীগঞ্জে প্রস্তুতিমূলক সভা করেছেন উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলমের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়।

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে একটি এবং টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সংযোগ সড়ক সংলগ্ন একটি মোট দুটি ক্ষণগণনা ঘড়ি স্থাপনা করা হবে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শুক্রবার বিকেলে মুজিববর্ষ উপলক্ষে কালীগঞ্জের ওই দুটি স্থানে ক্ষণগণনা ঘড়ি স্থাপনা করার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবারে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ও দেশাতœবোধক গান পরিবেশিত হবে। এছাড়া বর্ণাঢ্য র‌্যালি প্রদর্শন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত সভায় গৃহীত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. শাহাদৎ হোসেন, উপজেলা আমার বাড়ি আমার খামার প্রকল্প অফিসার মো. মোস্তাফিজুর রহমান, কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম রবিন হোসেন, সাধারন সম্পাদক মো. কামরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নুর, কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসার ডিজিএম মো. আকিয়াব হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মো. নাসিরউদ্দিন ভূইয়া, উপজেলা পরিসংখ্যান অফিসার মো. কাউছার আলীসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *