ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভীকে আটক করেছে পুলিশ।
রাত ১২টার দিকে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভীকে আটক করা হয়। এরপর তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এর আগে রিজভীর অসুস্থতার কথা জানিয়েছিলেন পল্টন কার্যালয়ের অফিস কর্মকর্তা রেজাউল করিম।
এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ অবস্থান নেয়। রাত ৮টা ২৫ মিনিটে খালেদা জিয়া তার কার্যালয়ে আসেন।
খালেদা জিয়া কার্যালয়ে আসার সাথে সাথে পুলিশসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আশপাশে অবস্থান নেয়।
খাালেদা জিয়ার গুলশান কার্যালয় ও বাসা ঘিরে রেখেছে পুলিশ। কার্যালয়ের সামনে চারটি ট্রাক দিয়ে গেট বন্ধ করে রাখা হয়েছে। রাত পৌনে ১২টায় কার্যালয়ের সামনে দু’টি ট্রাক রেখে দেয়া হয়। ফলে খালেদা জিয়া কার্যালয় থেকে বের হওয়ার উদ্দেশ্যে গাড়িতে বসলেও তাকে সেখান থেকে যেতে দেয়া হচ্ছে না।
খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার বলেন, অন্য দিনের চেয়ে আজকে একটু বেশি নিরাপত্তা দিচ্ছে পুলিশ। কিন্তু কেন, সেটি তিনি জানাতে পারেননি।