ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে রকেট হামলা হয়েছে।
শনিবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। খবর বিবিসির
যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানির জানাজা শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর এ হামলার ঘটনা ঘটে।
বাগদাদের গ্রিন জোনে কয়েকটি রকেট হামলা চালানো হয়। এ গ্রিন জোনে একাধিক বিদেশি দূতাবাস রয়েছে। এছাড়া বাগদাদের বালাদে মার্কিন বিমান ঘাঁটিতেও রকেট নিক্ষেপ করা হয়েছে।