সামগ্রিক অর্জন ম্লান করে দিয়েছে: সিইসি

Slider টপ নিউজ ফুলজান বিবির বাংলা সারাদেশ

7895_ss

 

দ্বিতীয় ধাপের ভোটে কিছু ইউনিয়ন পরিষদের অনিয়ম-সহিংসতায় সামগ্রিক সফলতাকে ম্লান করে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। তবে প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপের ভোট একটু ভালো হয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭ টায় ইসির মিডিয়া সেন্টারে ভোট শেষে প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। কাজী রকিব বলেন, প্রথম ধাপের অভিজ্ঞতার আলোকে দ্বিতীয় ধাপে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। কিছু ব্যবস্থা গৃহীত হওয়ায় প্রথম ধাপের তুলনায় এবার একটু ভালো হয়েছে। তবে কয়েকটি ইউপিতে কিছু ঘটনা সামিগ্রিক অর্জনকে ম্লান করে দিয়েছে। দ্বিতীয় ধাপে ৬৩৯ ইউপিতে ভোট হয়। ভোটের সময় ও পরবর্তীতে অন্তত ৬ জনের প্রাণহানি হয়েছে। অনিয়মের কারণে ৩৩ টি ভোটকেন্দ্র’র ভোট বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান সিইসি। কেরানীগঞ্জে এক শিশু নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি ভোলায় এক সাংবাদিক গুলিবিদ্ধের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, সচিব মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, যুগ্ম সচিব জেসমিন টুলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *