সিটি করপোরেশনের ‘ভোটার না হওয়ায়’ জাপার কামরুলের প্রার্থিতা বাতিল

Slider জাতীয় টপ নিউজ

সিটি করপোরেশনের ভোটার নন বলে আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী জিএম কামরুল ইসলামের প্রার্থিতা বাতিল হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনআইএলজি ভবনে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন।

তিনি জানান, জাতীয় পার্টির প্রার্থী জিএম কামরুল ইসলামের প্রার্থিতা বাতিল হয়েছে। এই সিটিতে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ও বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

আবুল কাসেম জানান, জাতীয় পার্টির প্রার্থী জিএম কামরুল ইসলাম সিটি করপোরেশনের ভোটার নন বলে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন সাবেক সেনা কর্মকর্তা কামরুল সাংবাদিকদের বলেন, আমি ডিওএইচএস এলাকায় থাকি। আমার যে ভোটার তালিকা আছে, দুই নম্বর ওয়ার্ড এবং সিটি করপোরেশন দেখানো হয়েছে। আমি যোগ্য ভোটার হিসেবে জমা দিয়েছি।

এখন প্রার্থিতা ফিরে পেতে আইনি সহায়তা গ্রহণ করবেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *