রাতুল মন্ডল শ্রীপুর: নতুন বছরের শুরুতেই নতুন বইয়ের ঘ্রাণ নিচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। নতুন বই হাতে পেতে আজ বুধবার সকাল থেকে শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ে ছুটে যান দল বেধে।
সারাদেশের মতো ১লা জানুয়ারি বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার পৌর শহরের শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন স্থানীয় সাংসদ মোহাম্মদ ইকবাল হোসের সবুজ (এমপি)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. শামসুল আলম প্রধান, পৌর মেয়র মো. আনিছুর রহমান, সহকারী কমিশনার ভূমি এমডি শামসুল আরেফি প্রমূখ ।
নতুন বই হাতে পেয়ে আনন্দে আত্মহারা হন কোমলমতি শিশু শিক্ষার্থীরা।
এছাড়াও বুধবার সকাল ১০টা থেকে শ্রীপুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে বিনামূল্যের বই। নতুন বই হাতে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা।
এরইমধ্যে দেশের সবজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে বই বিতরণ শুরু হয়েছে। উল্লেখ্য ২০১০ সাল থেকে শুরু হয়েছে এ বই উৎসব। এ কার্যক্রমের অংশ হিসেবে বছরের শুরুর দিনেই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় নতুন বই।
শ্রীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, উপজেলার ১৬৭ টি প্রাথমিক বিদ্যালয় ও ৪২৩ টি কিন্টারগার্ডেনের ৫৪ হাজার সাতশত ২০জন শিক্ষার্থীর মাঝে ৪ লক্ষ উনপঞ্চাশ হাজার নতুন বই বিতরণ করা হয়েছে।
অপরদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ৫৯ টি মাধ্যমিক বিদ্যালয়, ৩৮ টি দাখিল মাদ্রাসার ২৯ ত্রিশ হাজার ৫ শত শিক্ষার্থীর মাঝে ১১ লক্ষ বায়ান্ন হাজার ৫শত ত্রিশটি নতুন বই বিতরণ করা হয়েছে।