গাজীপুর: আওয়ামীলীগের কেন্দ্রিয় নিবাহী কমিটির এক উপ-কমিটির সহ-সম্পাদক আফজাল হোসেন সরকার রিপনের গাজীপুরের ভাড়া দেয়া ভবনে ককটেল বিস্ফোরণ হয়েছে। প্রতিবাদে স্থানীয় ছাত্রলীগ মিছিল সমাবেশ করেছে।
শুক্রবার(২জানুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় রিপনের মালিকানাধীন রিদুয়ান টাওয়ারে ওই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রিদুয়ান টাওয়ারের আন্ডার গ্রাউন্ড ফ্লোরে রিপনের প্রাইভেট গাড়ির সামনে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণ হয়। এসময় রিপন প্রাইভেট গাড়িতে ছিলেন। এতে তার বা গাড়ির কোন ক্ষতি হয়নি।
ঘটনার প্রতিবাদে স্থানীয় ছাত্রলীগ চান্দনা চৌরাস্তায় একটি প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে।
স্থানীয় ভাওয়াল বদরে আলম সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান সরকার রাসেল বলেছেন, বিষয়টি আমি জানিনা। শুনেছি, রিপনের ভাড়া দেয়া ভবনে বোমা বিস্ফোরণ হয়েছে।
বিষয়টি সম্পকে গাজীপুর জেলা ছাত্রলীগের আহবায়ক দেলোয়ার হোসেন বলেছেন, এ ধরণের কোন ঘটনা শুনিনি।
এ ব্যাপারে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কমকতা(ওসি) রেজাউল হাসান জানান, ককটেল বিস্ফোরণ হয়নি। রিপনের প্রাইভেট গাড়ির চাকার বিস্ফোরণ হয়েছে।