পুরুষদের মধ্যে জনপ্রিয় ওবামা হিলারি, অপরাহ’র পরই মালালা

সারাদেশ

57135_31

মার্কিনিদের দৃষ্টিতে সব থেকে জনপ্রিয় নারীর তালিকায় হিলারি ক্লিনটন এবং অপরাহ উইনফ্রের পরই রয়েছেন এ বছর শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। সোমবার গ্যালআপ নামের একটি জরিপ প্রতিষ্ঠানের জরিপে এ তথ্য উঠে এসেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। জনপ্রিয় নারী ব্যক্তিত্বের শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। আগামী প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থী হিলারি টানা ১৩ বছর ধরে এ তালিকায় শীর্ষ অবস্থান ধরে রেখেছেন। তিনি পেয়েছেন ১২ শতাংশ ভোট। দ্বিতীয় স্থানে থাকা অপরাহ উইনফ্রে পান ৮ শতাংশ ভোট। ১৭ বছর বয়সী পাকিস্তানি মালালা ইউসুফজাই পেয়েছেন ৫ শতাংশ ভোট। পুরুষদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় ব্যক্তিত্বের তালিকায় শীর্ষে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি পেয়েছেন ১৯ শতাংশ ভোট। ৬ শতাংশ ভোট নিয়ে এরপরই রয়েছেন পোপ ফ্রান্সিস। আর ৩ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। গ্যালআপ জরিপ প্রতিষ্ঠানটি ৭ দশক ধরে নিয়মিত এ জরিপটি পরিচালনা করে থাকে। এতে মার্কিনিরা বেছে নেন বিশ্বের কোন পুরুষ ও নারী ব্যক্তিত্বকে তারা সব থেকে বেশি পছন্দ করেন। ১৯৯৩ সাল থেকে শুরু করে হিলারি ক্লিনটন এ সম্মান পেয়েছেন মোটি ১৯ বার। মার্কিন প্রেসিডেন্ট ওবামা পুরুষদের তালিকায় গত সাত বছর ধরে শীর্ষে রয়েছেন। গ্যালআপ অনুযায়ী দায়িত্বরত মার্কিন প্রেসিডেন্টরা সর্বদাই তালিকার শীর্ষে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *