কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নার্সসহ নিহত দুই

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা


কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে দু’জন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার ভোর ৪টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেট জেলার কানাইঘাটের ফয়জুল ইসলাম চৌধুরী (৬০) ও ময়মনসিংহ সদরের জিনাত খান (৫০)। তাদের মধ্যে জিনাত খান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের একজন স্টাফ নার্স বলে জানা গেছে।

কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট ডিএম জহিরুল ইসলাম জানান, সুনামগঞ্জ থেকে বিশাল পরিবহনের যাত্রীবাহী একটি নাইট কোচ ময়মনসিংহ যাচ্ছিল। পথে ভোরে কামালিয়ারচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও এক যাত্রীর মৃত্যু হয়। আহতরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।

এদিকে সকাল সোয়া ১০টার দিকে একই স্থানে যাত্রবাহী বাস ও তেলবাহী লড়ির সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহত হয়নি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *