মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে মঙ্গলবার রাত ১১টা থেকে টানা ১০ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে । দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে আটকে রয়েছে কয়েক শতাধিক বাস, ট্রাকসহ ছোট যানবাহন। ঘাটে আটকে পড়া যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া সেক্টরের বানিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ঘনকুয়াশার চাদকে ঢাকতে থাকে পদ্মা নদী। কুয়াশার তীব্রতা বেড়ে গেলে রাত ১১টা থেকে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বুধবার সাড়ে ৯টার দিকে কুয়াশার তীব্রতা কিছুটা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।
ফেরি পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে কয়েকশ যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে থাকে।