খালেদা জিয়ার জরুরি সংবাদ সম্মেলন সন্ধ্যায়

টপ নিউজ রাজনীতি

kaবছরের শেষ দিনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের করণীয় তুলে ধরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ লক্ষ্যে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় তার গুলশানের অফিসে এক সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি।মঙ্গলবার রাতে চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপি সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারির নির্বাচনের পরবর্তী প্রেক্ষাপট তুলে ধরবেন খালেদা জিয়া। সর্বশেষ গাজীপুরে জনসভা করতে না দেয়া, নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন করে মামলা, র‌্যাব বাতিল, নির্বাচন কমিশন পুনর্গঠনসহ সরকারের নানা সমালোচনা তুলে ধরতে পারেন তিনি।

৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করতে দেয়া না হলে পরিস্থিতি ভালো হবে না বলেও হুশিয়ারি দেয়া হবে। অবিলম্বে আলোচনার মাধ্যমে সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নিতে শেষবারের মতো সরকারের প্রতি আহ্বান জানাবেন তিনি।

দ্রুত সময়ের মধ্যে এ উদ্যোগ নেয়া না হলে কঠোর কর্মসূচির মধ্য দিয়ে সরকারের পতন নিশ্চিত করা হবে বলেও সতর্কবার্তাও দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *