চট্টগ্রাম-৮ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন আবু সুফিয়ান

Slider জাতীয় রাজনীতি


চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন আবু সুফিয়ান। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক। এই আসন থেকে এর আগেও ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকার শেষে চূড়ান্তÍ প্রার্থীর নাম ঘোষণা করেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করতে এই নির্বাচনে আমরা অংশ নিচ্ছি। চট্টগ্রাম-৮ আসনে তিন জন প্রার্থী মনোনয়ন চেয়েছিলেন। তারা সবাই দক্ষিণ জেলার গুরুত্বপূর্ণ নেতা। পার্লামেন্টারি পার্টি সিদ্ধান্ত নিয়েছে ২০১৮ সালে নির্বাচনে যিনি মনোনয়ন পেয়েছিলেন আবু সুফিয়ান তাকেই প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে।
আমরা নির্বাচন কমিশনকে বলবো, এই নির্বাচন অন্তত যদি তারা সুষ্ঠুভাবে করতে পারে তাহলে জনগণের কিছুটা আস্থা নির্বাচন ব্যবস্থার ওপর ফিরে আসতে পারে।

আবু সুফিয়ান মানবজমিনকে বলেন, এ সরকারে আমলে নির্বাচন নিয়ে আমরা আশাবাদী না। দলীয় আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। দল আমাকে মনোনয়ন দেয়ায় আমি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি, জনগণ আমার পাশে থেকে ১৩ই জানুয়ারি ধানের শীষের পক্ষে বিজয় ছিনিয়ে আনবে।
উল্লেখ্য, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *