আবরার হত্যা: ২৬ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার

Slider জাতীয় শিক্ষা


ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার ঘটনায় ২৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বুয়েট প্রশাসন। বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে আরো ৬ শিক্ষার্থীকে।

বৃহস্পতিবার রাতে বুয়েট বোর্ড অব রেসিডেন্স এন্ড ডিসিপ্লিনের সদস্য সচিব ও ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ্ তথ্য জানানো হয়। আবরার হত্যাকান্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বুয়েট বোর্ড অব রেসিডেন্স এন্ড ডিসিপ্লিন এ সিদ্ধান্ত নেয়। গত ৬ই অক্টোবর রাতে শেরেবাংলা হলে নিজের কক্ষ থেকে আবরারকে ডেকে নিয়ে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *