বরিশালে জেবুন্নেছা জয়ী

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ফুলজান বিবির বাংলা বরিশাল রাজনীতি সারাদেশ

28096_jb
গ্রাম বাংলা ডেস্ক:  বরিশাল-৫ আসনের উপনির্বাচনে প্রয়াত এমপি শওকত হোসেন হিরনের স্ত্রী জেবুন্নেসা আফরোজ বিজয়ী হয়েছেন।

তিনি এক লাখ ৮৩ হাজার ৬২৯ ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি বিএনএফ-সমর্থিত সাইফুল ইসলাম পেয়েছেন ৬১৩৬ ভোট। নির্বাচনে ৫৫ দশমিক ৮১শতাংশ ভোট পড়ে। রাতে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. শহীদুল আলম ভোটের ফল ঘোষণা করেন।
বরিশাল: বরিশাল-৫ আসনের(সদর) উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীক নিয়ে নিরঙ্কুশ জয়ী হয়েছেন প্রয়াত সংসদ সদস্য শওকত হোসেন হিরণের স্ত্রী জেবুন্নেছা আফরোজ।

বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে ১৫৯টি ভোট কেন্দ্রের ফলাফলে জেবুন্নেছা আফরোজ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৬২৯ ভোট। আর টেলিভিশন প্রতীক নিয়ে বিএনএফ প্রার্থী সাইফুল ইসলাম লিটন পেয়েছেন ৬ হাজার ১৩৬ ভোট। ১২৬৩টি ভোট নষ্ট হয়েছে।

রোববার সকাল ৮টায় বরিশাল সদরের ১০টি ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের ১৫৯টি কেন্দ্রের ৮১০টি ভোট কক্ষে ভোট গ্রহণ শুরু হয়ে তা চলে বিকেল ৪টা পর্যন্ত।

বরিশাল সিটি কর্পোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট তিন লাখ ৪২ হাজার ২২৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭০ হাজার ৯৬৭ জন ও নারী ভোটার এক লাখ ৭১ হাজার ২৬১ জন।

৯ এপ্রিল সকাল ৭টায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত হোসেন হিরন মারা যান। এতে বরিশাল সদর-৫ আসনটি শূন্য হয়। ২৮ এপ্রিল প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিবউদ্দিন আহমেদ এ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *