যুবক তোমার মেসেঞ্জারটা ডাকছে আমায় রোজ,
ইচ্ছে করেই আগের মতো নেই না এখন খোঁজ।
ছবিও আর দেই না পোস্ট তোমার কথা ভেবে
যুবক তুমি খুশি মনে একটু সময় দিবে।?
বললে তুমি,তোমায় নাকি করি আমি পোক,
কেমন আমি জানে সেটা এফ বি পাড়ার লোক।
হারিয়ে আমি যাবোো যেদিন করবে সেদিন শোক,
তোমায় ভুলে কাঁদছে মন,ভিজছে জলে চোখ।
রাত ৮টা ৫০ মিনিট
মগারদিয়া, বাড্ডা,ঢাকা।
৫-১১-১৯