ঢাকা: দিল্লির অরুন জেটলি (সাবেক ফিরোজ শাহ কোটলা) স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ৯ বারের দেখায় প্রথমবার জয় পেয়েছে বাংলাদেশ। ৭ উইকেটের এ ঐতিহাসিক জয়ে সিরিজে ১-০ ব্যবধানে লিড নিল মাহমুদুল্লাহ রিয়াদের দল।
তিন ম্যাচে সিরিজের প্রথম ম্যাচে রোহিত শর্মার দলকে হারিয়ে জয়ের সূচনা করলো বাংলাদেশ।
ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ক্রিকেটারদের আন্দোলন, তামিম ইকবালের সরে দাঁড়ানো, সাইফউদ্দিনের ইনজুরি আর বিশ্বসেরা অলরাউন্ডারের সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় কোণঠাসা ছিল টাইগাররা। চাপের মুখে থেকে ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।
হাজারতম ম্যাচে স্মরণীয় জয়ে নিজে অনুপস্থিত থাকলেও দলের জয়ে উচ্ছ্বসিত সাকিব আল হাসান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সতীর্থদের অভিনন্দন জানাতে ভুলেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সাকিব লিখেছেন, ‘চাপের মুখে দুর্দান্ত টিম পারফরম্যান্স! অভিনন্দন বাংলাদেশ! তোমরা এই জয়ের মাধ্যমে দেশকে এনে দিয়েছ একটি গৌরবময় মুহূর্ত।’