ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের আবারও সড়ক দুর্ঘটনায় অবসর প্রাপ্ত একজন স্কুল শিক্ষকের
মর্মাত্মিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড়টার সময় নেকমরদ-বালিয়াডাঙ্গী মহাসড়কের নেকমরদ আলীমুদ্দিন কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক ফজলুর রহমান (৭০) বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গ্রামের নবীর উদ্দীন (বাবুল) মাস্টারের পিতা। বাবুল মাস্টার বালিয়াডাঙ্গী উপজেলার উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
পরিবারের বরাতে নেকমরদ বাজারের দোকানদার আনোয়ার হোসেন জানান, সকালে নেকমরদ বাজারের পার্শ্বের একটি গ্রামে মেয়েকে দেখতে গেছিলেন স্কুল শিক্ষক ফজলুর রহমান। মেয়েকে দেখে বাড়ী ফেরার পথে নেকমরদ আলিমুদ্দিন কলেজের সামনে মসজিদে নামাজ জহরের পড়তে যাওয়ার সময় একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
স্কুল শিক্ষক নবীর উদ্দীন(বাবুল) মাস্টার জানান, আগামীকাল রবিবার সকাল ১০টায় তার বাবার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ যে, এর আগে সকাল সাড়ে ১০টার সময় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপেল হোসেন(১৭) এক কিশোরের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় আরও দেলোয়ার হোসেন (৩০) নামে আরও এক যুবক।