রাজধানীতে দুই নারীকে জবাই করে হত্যা

Slider নারী ও শিশু

ঢাকা:রাজধানীতে দুই নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। ধানমণ্ডির নজরুল ইনস্টিটিউটের পাশে ২৮ নম্বর রোডের ২১ নম্বর বাড়ির ৫ম তলায় আনুমানিক আজ বিকাল চারটার পরে এ ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে নিহতদের নাম জানা যায়নি। তবে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের মধ্যে একজন ক্রিয়েটিভ গ্রুপের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মনির উদ্দিন তারিমের শাশুড়ি ও তাদের বাসার গৃহকর্মী।

বিষয়টি নিশ্চিত করে ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক এনামুল হক বলেন, বিকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ধারণা করা হচ্ছে বিকাল চারটার পরে দুর্বৃত্তরা ওই দুই নারীকে গলা কেটে হত্যা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *