ঢাকা: স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার এ নির্দেশ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়ে দিয়েছেন।
দলীয় একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকায় সংগঠনটির সভাপতি মোল্লা আবু কাওছারকে সংগঠন থেকে অব্যাহতি দেয়ার কথা জানান ওবায়দুল কাদের। এর আগে যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে তা স্পষ্ট হওয়া যায়নি। তবে তার নির্বাচনী এলাকা থেকে বিভিন্ন অভিযোগ প্রধানমন্ত্রীর দপ্তরে জমা হয়েছে বলে সূত্র জানিয়েছে।