কানাডায় জয়ের পথে জাস্টিন ট্রুডোর দল

Slider বাংলার সুখবর

ঢাকা: কানাডায় দ্বিতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। কানাডার জাতীয় সম্প্রচারমাধ্যম সিবিসি বলেছে, দেশটিতে এবার লিবারেলরা ‘সংখ্যালঘু সরকার’ হিসেবে ক্ষমতায় যাচ্ছে।

দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে প্রথমদিকে হারলেও সংসদে সর্বাধিক আসন পেয়ে দ্বিতীয়বার ক্ষমতা পাচ্ছে বলে প্রত্যাশা উদারপন্থীদের।

এ ফেডারেল নির্বাচন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জন্য গণভোট হিসেবে দেখা হচ্ছিল। কারণ বিভিন্ন স্ক্যান্ডালে প্রথম মেয়াদ টালমাটালভাবে শেষ করেন ট্রুডো। যে কারণে নির্বাচনে মধ্য-ডান রক্ষণশীল প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লিবারেল প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।

দ্বিতীয় মেয়াদে কম আসন পাওয়ার কারণে সংসদে কোনো আইন পাস করার ক্ষেত্রে ট্রুডোকে অন্য দলগুলোর সঙ্গে সমঝোতায় বাধ্য হতে হবে।

এখনও অনেক ভোট গণনা বাকি। ফলে প্রতিটি দল কত আসন করে পেতে যাচ্ছে তা এখনও পরিষ্কার নয়। কিন্তু যদি অনুমান সত্য হয়, তবে এটি হবে কনজারবেটিভ পার্টির জন্য চরম হতাশাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *