বরিশালে বিআরটিসি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ১

Slider বাংলার মুখোমুখি

ঢাকা:বরিশাল নগরীতে বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত ও ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে নগরীর সিঅ্যান্ডবি সড়কের বৈদ্যপাড়া সড়ক মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম আব্দুল খালেক (৬০)। তিনি ঝালকাঠীর রাজাপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

আহতরা সবাই বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিআরটিসির ডাবল ডেকারের একটি বাস বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সেটি দুমড়ে-মুচড়ে যায়।

বরিশাল শেবাচিম হাসপাতালে দায়িত্বরত কোতোয়ালী থানার উপ পরিদর্শক নাজমুল জানান, আহত সাত যাত্রীকে হাসপাতালে আনার পর আব্দুল খালেককে মৃত ঘোষণা করেছেন কর্তব্যরত চিকিৎসক।

কোতোয়ালী থানার উপ পরিদর্শক শাহজালাল জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।

বিআরটিসি বরিশাল ডিপো সূত্রে জানা গেছে, ডিপোর ছয়টি ডাবল ডেকার বাসের সবকটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের জন্য ইজারা দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি চালক ছিলেন সোহেল রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *