কূটনৈতিক রিপোর্ট: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায়বিচারের দাবি তোলা সকল কণ্ঠস্বরের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার রাতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফাইড অফিশিয়াল ফেসবুক পেইজে দেয়া এক প্রতিক্রয়ায় রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, “বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের ঘটনায় আমি হতবাক ও মর্মাহত। মত প্রকাশের স্বাধীনতা যেকোন গণতন্ত্রের মৌলিক অধিকার। আবরারের অকাল মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ন্যায়বিচারের দাবি তোলা সকল কণ্ঠস্বরের সঙ্গে আমরা একাত্ম ও তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।” বাংলা ও ইংরেজী উভয় ভাষায় বার্তাটি প্রচার করেছে মার্কিন দূতাবাস।