‘এখন তো সিনেমা ইন্ডাস্ট্রির ভেতরের অবস্থা ভালো না’

Slider বিনোদন ও মিডিয়া

73680_Achol-Akhe-11

 

 

 

 

 

ঈদের পরই খুলনা গিয়েছিলেন চিত্রনায়িকা আঁচল। সেখানে তার গ্রামের বাড়ি। তাই সময় পেলেই ছুটে যান সেখানে। গ্রামেই কেটেছে তার ছোটবেলা। এবারের ঈদে আঁচল অভিনীত ছবি বড়পর্দায় না থাকলেও ছোটপর্দার দর্শকরা তাকে দেখেছেন। কারণ তার অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ‘সুলতানা বিবিয়ানা’ ছবিটি এবারের ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় এটিএনবাংলায় প্রচার হয়েছে। ঘরে বসে আত্মীয়-স্বজনদের সঙ্গে নিয়ে ছবিটি উপভোগ করেছেন আঁচল। এ প্রসঙ্গে তিনি মানবজমিনকে বলেন, এবারের ঈদে নিজের অভিনীত ছবি বড়পর্দায় না থাকলেও ছোটপর্দায় দর্শকরা আমাকে দেখেছেন। ছবিটি প্রচারের পর অনেকের কাছে থেকে এ ছবিতে অভিনয়ের জন্য প্রশংসাও পেয়েছি। আমি নিজেও বন্ধু ও আত্মীয়দের নিয়ে একসঙ্গে মজা করে দেখেছি ছবিটি। এ বছর এটিই আমার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি। এ ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি। ছবির গল্প, লোকেশন ও গান অনেকেই পছন্দ করেছে। বর্তমানে আঁচলের হাতে দুটি ছবি রয়েছে। এগুলো হচ্ছে ‘দাগ’ ও ‘এক কোটি টাকা’। এরমধ্যে তারেক শিকদার পরিচালিত ‘দাগ’ ছবির কাজ শেষ। এ ছবিটি নিয়ে আঁচল বলেন, এতে আমার চরিত্রের নাম নাবিলা। আমার বড় বোনের চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। আমাদের দুই বোনের এক নায়ক। আর সেই নায়কটা হচ্ছেন বাপ্পি। সিলেট ও শ্রীমঙ্গলের বেশকিছু জায়গায় ছবিটির শুটিং হয়েছে। কয়েকদিন পর এর ডাবিং শুরু হবে। আশা করি, ছবিটি খুব দ্রুত মুক্তি পাবে। এছাড়া আমি অভিনেতা ডিপজল ভাইয়ের বিপরীতে ছটকু আহমেদ পরিচালিত ‘এক কোটি টাকা’ ছবির কাজও করেছি। গত ঈদের আগে সাভার ও উত্তরায় এ ছবির বেশকিছু অংশের কাজ হয়েছে।  এর কাহিনী এক কোটি টাকাকে ঘিরে। ছবির কাজ ৩০ ভাগ শেষ হয়েছে। পুরো ছবিতে পরিবার ও একটি বাচ্চা মেয়ের গল্প থাকছে। আর সেই পরিবারের আমি একজন সদস্য। একটা লটারী পাওয়াকে কেন্দ্র করে ছবির গল্প এগিয়েছে। খুব শিগগিরই এ ছবির গানের কাজ শুরু হবে। শাকিব খান, বাপ্পি, শাহরিয়াজ, ইমনসহ অনেক নায়কের বিপরীতে অভিনয় করেছেন আঁচল। গ্ল্যামার ও নাচের পারদর্শীতার কারণে অল্প সময়ে পেয়েছেন জনপ্রিয়তা। এ পর্যন্ত তার অভিনীত বেশকিছু ছবি মুক্তি পেয়েছে। রাজু আহম্মেদের ‘ভুল’ ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেন এ অভিনেত্রী। এরপর তার অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘বেইলি রোড’, ‘স্বপ্ন যে তুই’, ‘জটিল প্রেম’, ‘কিস্তিমাত’, ‘কি প্রেম দেখাইলা’, ‘প্রেম প্রেম পাগলামি’, ‘ফাঁদ’, ‘আজব প্রেম’, ‘এপার ওপার’, ‘মেন্টাল’, ‘আড়াল’ ইত্যাদি। হাতে থাকা ছবির পাশাপাশি নতুন ছবির বিষয়েও কথা হচ্ছে আঁচলের। তবে তা এখনও চুড়ান্ত হয়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, এখন তো সিনেমা ইন্ডাস্ট্রির ভেতরের অবস্থা ভালো না। বিশেষ করে শাকিব ভাইয়ের পেছনে কেনো লেগেছে বুঝলাম না। আমি তো মনে করি শাকিব ভাই ছাড়া গতি নেই। কারণ ইন্ডাস্ট্রিতে দশ বছরে এমন হিরো আসবে কি-না সন্দেহ আছে আমার। তার ছবি ছাড়া তো দর্শক তেমন কোনো ছবি দেখছে না। ইন্ডাস্ট্রি তো তিনিই একরকম টিকিয়ে রেখেছেন। আমি যেসব প্রযোজকের ছবিতে আগে অভিনয় করেছি, তারাও তো নতুন ছবি প্রযোজনা করছেন না। এবারের ঈদে মুক্তি পাওয়া ‘নবাব’ ছবিটি দেখার ইচ্ছে আছে আমার। শুনেছি ছবিটি বেশ ভালো ব্যবসা করেছে। সত্যি বলতে বছরে বেশকিছু ভালো ছবি দরকার। আঁচল ছোটপর্দায় আগে কাজ করলেও এখন করছেন না। এর কারণ জানতে চাইলে বলেন, ছোটপর্দায় আগে কাজ করেছি, এখন আর করতে চাই না। মূলত চলচ্চিত্রে আসার আগে বিজ্ঞাপনে মডেল হিসেবে এবং নাটকে কাজ করেছি। নায়িকা হবার পর ছোটপর্দার নাটক বা টেলিছবিতে আর কাজ করিনি। আমি আসলে বড়পর্দার কাজ নিয়েই থাকতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *