মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত

চট্টগ্রাম শিক্ষা সারাদেশ

image_168131.pc muradnagar 26-12-14কুমিল্লার ঐতিহ্যবাহী মুরাদনগর দুর্গারাম সরকারি উচ্চ বিদ্যালয়ের দেড়শ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ শাহ আলমের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। সমিতির নির্বাহী সদস্য মুহাম্মদ রুহুল আমিন ও যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ সারথী দত্তের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজান-উল-আলম, মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিন্নাতুন নেছা, সাধারণ সম্পাদক প্রকৌশলী রেজাউল করিম, কোষাধ্যক্ষ অধ্যক্ষ হারুন অর রশিদ, কানাডার শাখা কমিটির আহ্বায়ক প্রকৌশলী কায়ছার আলম দুলাল প্রমুখ।

অন্যান্যদের মধ্যে প্রাক্তন ছাত্র হিসেবে বক্তব্য দেন, জনপ্রশাসন মন্ত্রণালয় যুগ্ম সচিব তসলীমুল ইসলাম, যুব ও ক্রীয়া মন্ত্রণালয় যুগ্ম সচিব আব্দুর রহিম ভূঁইয়া, কাজী নূরুল কবির, শাহ জাহান মুন্সি, ফখরুল ইসলামসহ বিভিন্ন বর্ষের প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য দেন। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *